০১/০৩/২০০৯ হচ্ছে সেই সময় যখন মানবসভ্যতা অর্থনৈতিক সেক্টর ও ব্যবসায়িক লেনদেনের উন্নতির ব্যাপারে ভাবতে শুরু করে। সাতোশি নাকামোটো তাঁর রিসার্চ পেপারে (https://bitcoin.org/bitcoin.pdf) ভবিষ্যতের অর্থনৈতিক লেনদেনের উন্নতির ও সহজকরণ করার বিষয়ে আলোচনা করেন যা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। https://bisq.network হতে বিটকয়েন নেটওয়ার্কে আপনি সম্পূর্ণ অজ্ঞাত পরিচয়ে আপনার বন্ধু বা অপরিচিতদের সাথে অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। ব্যাংকিং সংস্থাগুলো আপনার পরিচয় জানতে চায় যাতে তাঁরা আপনার থেকে ট্যাক্স আদায় (চুরি) ও মার্কেট নিজেদের সুবিধামত নিয়ন্ত্রণ করতে পারে। বিবিসি, আল-জাজিরা, সিএনএন, ফক্স বিজনেস, সিএনবিসি, মাদুরো, ইরান ও চীনের বিটকয়েন বিরোধী অবস্থান আপনাদের উপেক্ষা করা উচিৎ।

দুঃখজনকভাবে, মারিয়া বার্তিরোমো, প্রাক্তন সিএনবিসি ও ভবিষ্যৎ UtEd বিনিয়োগ ও ব্যবসায়িক খবরের প্রধান, কিছুদিন জেলে থাকার পর বিটকয়েন সম্পর্কে কথা বলতে ভয় পাচ্ছেন। রুপার্ট মারডক, কি হচ্ছে এখানে? আপনি কেন মারিয়াকে বিটকয়েন বা প্যাট্রিক বায়ার্নের মেডিচি ভেঞ্চারের ব্যাপারে কথা বলতে দিচ্ছেন না?